ঢাকাWednesday , 15 March 2023
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের বারগড় এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

admin
March 15, 2023 7:03 pm
Link Copied!

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জ বারগড় এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত সিএনজি চালক মো. সইল মিয়া(৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক নিহত যাএীদের নাম ও পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল প্রায় ১০ টায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্হানীয় ও পুলিশ সুএে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাএী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের বারগড় এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জ গামি একটি ট্রাকের মুখোমুখো সংঘর্ষে সিএনজির চালক ও ২ জন যাএীসহ ঘটনাস্হলেই ৩ জন নিহত। খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। একজনের অবস্হা গুরুতর হওয়ায় তাকে. সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।