ঢাকাThursday , 23 February 2023

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

admin
February 23, 2023 12:12 pm
Link Copied!

আনোয়ার হোসাইন( সুনামগঞ্জ)

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২২ এর পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২২শে ফেব্রুয়ারী বুধবার জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান তাহমিদ আহমদ এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল্লাহ আবিদ। তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাই তারা যেনো গড্ডালিকা প্রবাহে হারিয়ে না যায়। নিজেদের মেধা ও নৈতিকতার মাঝে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে। তিনি বলেন- আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের আখের গুছাতে ব্যস্ত হবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য লড়ে যাবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন- শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে ধর্মীয় জ্ঞানেও সমৃদ্ধ করতে হবে। নীতি-নৈতিকতা বিহীন জ্ঞান দিয়ে আখিরাতে সফলতা সম্ভব নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্টপোষক তারিক মুনাওয়ার, জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক পৃষ্টপোষক নূরুল ইসলাম ও মিজানুর রহমান। উল্লেখ্য এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৭০ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২২ জন, সাধারণ গ্রেডে ২৯ জন এবং বিশেষ গ্রেডে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রথম পুরষ্কার হিসেবে ১টি ল্যাপটপ, দ্বিতীয় পুরষ্কার ১৫হাজার টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় পুরষ্কার হিসেবে ১০হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয় এবং প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন, তৈয়বুর রহমান, আশিক বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, ফোরামের থানা প্রতিনিধি ফারহান শাহরিয়ার ফাহিম, ইয়াকুব আলী, তাজুল ইসলাম, ইলিয়াস আহমদ, সুমেল আহমদ, ইকরামুল হক মাজেদ সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ। অনুষ্টানে বক্তাগন একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ার জন্য নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ব্যাপার শিক্ষার্থীদেরকে জোর তাগিদ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।