মানিকগঞ্জে লিটল ম্যাগ ‘মানুষ’ এর দশ বছর পূতিতে অসাম্প্রদায়িক প্রগতির সমাজ গড়ার ডাক

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ
প্রকাশ: ২ মাস আগে

“বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চা করি,মানবতার গান করি” আজ শিল্প সাহিত্য ও মননের কাগজ জাতীয় লিটল ম্যাগ ‘মানুষ’ এর আয়োজনে বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মানুষ এর প্রকাশক অলক সরকার এর সভাপতিত্বে ও সম্পাদক কবি শফিক সেলিম ও কবি রফিক নূর এর সঞ্চালনায় সম্মেলন উদ্ভোদন করেন মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম।

প্রধান অতিথি হিসেবে মানুষ মানিকগঞ্জ সংখ্যা মোড়ক উম্মোচন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বিশেষ আলোচনায় সাহিত্য পাঠ করেন কবি মোহন রায়হান কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ কবি সরদার ফারুক কথাসাহিত্যিক ঝর্না রহমান কবি অধ্যাপক সন্তোষ ঢালী কবি আসাদ আহমেদ কথাসাহিত্যিক আয়ুউব মোহাম্মদ,অধ্যাপক অজয় রায়,কমরেড দুলাল বিশ্বাস, উন্নয়নকর্মী ও উত্তরন সভাপতি বিমল চন্দ্র রায়, মো. নজরুল ইসলাম বিভিন্ন সেশনে কবিতা পাঠ করেন কবি সাওন সগির সাগর,কবি মইন হাসান, কবি পারভেজ বাবুল, কবি শিপ্রা সরকার, কবি কল্পনা সুলতানা, কবি তানিয়া আফরোজ,কবি আতোয়ার রহমান,কবি মনজুর হোসাইন মন্টু,কবি দেলোয়ার হোসেন, কবি মামুন মানিক,কবি জাকির হোসেন, নিরব সরকার প্রমুখ।

কবিতায় উঠে আসে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনা বাস্তবায়নের কাজকে এগিয়ে নিতে আহবান জানানো হয়।