নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই জামিন মঞ্জুর করেন। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহম্মেদ।
মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহম্মেদ বলেন, মামলায় দেওয়া দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন তাঁর মক্কেল। একই সঙ্গে আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন। এখন মাহমুদুর রহমানের কারামুক্তিতে কোনো বাধা নেই।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST