ঢাকাTuesday , 1 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে চুরি করা সিএনজি,উদ্ধার আটক-১

moderator
October 1, 2024 6:17 pm
Link Copied!

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::

নাজমুল ইসলাম চৌধুরী

সিলেটের ওসমানীনগরে সিএনজি (অটোরিকশা) গাড়ি চুরির সাথে জরিত এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একটি চুরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোখলেছুর রহমান মোখলেছ(৪০)। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র। বর্তমানে সিলেট সদর উপজেলার মেন্দিভাগ এলাকায় বসবাস করছিলেন তিনি।
গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়ে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকের খোঁজ পাওয়া গেলে আইনী মাধ্যমে গাড়িটি হস্থান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।