• টাঙ্গাইল ঘাটাইলে উইজডম ভ্যালি স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

    মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে টাঙ্গাইলের ঘাটাইলে উইজডম ভ্যালি প্রাথমিক ও জুনিয়র স্কুলের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    গত ১৪ ও ১৫ ফ্রেব্রুয়ারি জিবিজি সরকারি কলেজ মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপি অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ঘাটাইলের সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার । নানা আয়োজনে শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৩ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার।

    এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, সহকারি প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী, জুনিয়র শাখার সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার সাহা, বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, প্রতিয়োগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরদের মাঝে পুরস্কার বিতরণ করাহয়।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST