ঢাকাSunday , 8 January 2023
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে  সনদ পেয়েছেন কস্তুরী দত্ত মজুমদার (রাজলক্ষ্ণী মৌসুমী)

Link Copied!

বাংলাদেশ বেতারের উপ- পরিচালক মোস্তাফিজুর রহমান কবি রাজলক্ষ্মী মৌসুমীর হাতে গতকাল গীতিকার হিসেবে সনদ পত্র হস্তান্তর করেছেন।

তার নতুন প্রতিভা বিকশিত হোক

রাজলক্ষ্মী মৌসুমী কবি ও গীতিকার হিসেবে এর সবটুকুই তাঁর স্বামী উজ্জ্বল বিকাশ দত্ত প্রাক্তন সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সন্মানিত সদস্য তাঁর স্ত্রীকে অনুপ্রেরণা ও উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন।কস্তুরী দত্ত মজুমদার (রাজলক্ষ্ণী মৌসুমী) কে জিজ্ঞসা করলে -গীতিকার হিসাবে সনদ পেয়ে কেমন লাগছে-উওরে বলেন ঃখুব ভালো লাগছে আমার। স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করলে যেমন লাগে তেমন মনে হচ্ছে।জন্ম আমার ধন্য হলো । আজ বাবা মা নেই, শ্বশুর শাশুড়ী নেই শূণ্যেই প্রণাম জানাই তাঁদের।খবর বাপসনিঊজ।

আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন আমার স্বামী ও আমার ভাই ইকবাল তপু। তপু তো সর্ব গুণে গুণবান সার্থক মানুষ।তিনি আরো বলেন-বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে মনোনীত হয়েছি আর যার হাত দিয়ে সনদটি পেলাম তিনি বাংলাদেশ বেতারের জন্য একনিষ্ঠ নিবেদিতপ্রাণ পুরুষ তিনি হল উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। ভাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।প্রবাসের

সাংবাদিকদের পক্ষ থেকে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ,সহ সভাপতি ও কবি এবিএম সালেহউদিদন ,সহ সভাপতি ও সাংবাদিক মোঃ নাসির, সহ সভাপতি ও সাংবাদিক ওসমান গনি, যুগম সম্পাদক ও সাংবাদিক সুহাস বডুয়া হাসু,যুগম সম্পাদক ও সাংবাদিক বিশ্বজিৎ সাহা,যুগম সম্পাদক ও সাংবাদিক নাসিম পারভীন পারু এবং নিঊজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি প্রমুখ গীতিকার হিসেবে কস্তুরী দত্ত মজুমদার (রাজলক্ষ্ণী মৌসুমী)বৌদিকে অভিনন্দন জানিয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।