ঢাকাFriday , 14 April 2023
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগের কর্মিদের সাথে মতবিনিময়ে,স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

admin
April 14, 2023 10:01 pm
Link Copied!

নিউজ ডেক্সঃ

আজ মানিকগঞ্জে শুভ্র সেন্টারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আয়োজিত সাটুরিয়া ও সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্বাস্থ্যকর্মী,সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শক সহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীগণ,কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,মানিকগঞ্জ এর ৩য় ও ৪র্থ শ্রেণির স্টাফ,ফার্মাসিস্ট,মেডিকেল টেকনোলজিস্ট ও আউটসোর্সিং স্টাফ সহ প্রায় দেড় সহস্রাধিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মী দের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় জেলার সিভিল সার্জন,কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.জাকির হোসেন,কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আরশ্বাদ উল্লাহ,তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ বাহাউদ্দীন,সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মামুন মোর্শেদ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুলতানুল আজম খান আপেল,জেলা ক্রীড়া সংস্হার সাধরন সম্পাদক বাবু সুদেব কুমার সাহা,সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী ও সেক্রেটারি জাহিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার। উক্ত অনুষ্ঠানে বিএমএ সভাপতি হিসেবে ডা. লুৎফর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সদর,মানিকগঞ্জ বক্তৃতা করেন।এসময় বিএমএ মানিকগঞ্জ এর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক ডা.কাজী এ.কে.এম.রাসেল,আরএমও,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,মানিকগঞ্জ ও কার্য্য নির্বাহী সদস্য ডা. তৌহিদুজ্জামান ও ডা.আকিক উল করিম উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রী মানিকগঞ্জ জেলার স্বাস্থ্যবিভাগের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।