
ময়মনসিংহ থেকে ইমরুল হাসানঃ
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবেলায় সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতেই প্রতিবছর এই দিবসটি উদযাপন করা হয়।
আজ (১৩ অক্টোবর) সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে এক সচেতনতামূলক আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তন ও ভৌগলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হয়। তাই শুধু সরকার নয়, প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয়ে প্রশিক্ষিত ও প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, আজকের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাই আগামী দিনের দুর্যোগ মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। পরিবার, সমাজ ও দেশকে নিরাপদ রাখতে তাদের সচেতনতা গড়ে তুলতে হবে এখন থেকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, প্রতিটি ঘর, প্রতিটি স্কুল, প্রতিটি প্রতিষ্ঠান যদি নিজেদের দুর্যোগ প্রস্তুতি ঠিকভাবে গ্রহণ করে, তাহলে যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুগুণে কমিয়ে আনা সম্ভব। আমরা চাই দুর্যোগের ঝুঁকিহ্রাসে সকলে একসঙ্গে কাজ করুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দা তামান্না হুরায়রা, সহকারী কমিশনার (ভূমি), ময়মনসিংহ সদর, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পূর্ণ চন্দ্র মুসুদ্দি, ফায়ার সার্ভিস, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জুলহাস উদ্দিন, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ময়মনসিংহ সদর, মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জসিম উদ্দিন, ডিআইও-১, ময়মনসিংহ, মোঃ চাঁন মিয়া, প্রধান শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, আলমগীর হোসেন, প্রধান সহকারী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পর বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কীভাবে দুর্যোগকালে নিজেকে রক্ষা করতে হয়, তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। মহড়ায় আগুন লাগলে করণীয়, জরুরি প্রস্থানের কৌশল, আগুন নিয়ন্ত্রণের উপায়সহ বিভিন্ন বিষয়ের উপর বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, এধরনের কার্যক্রম অনেক শিক্ষণীয় এবং তা বাস্তব জীবনে কাজে লাগানো সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুললে তারা নিজেদের পরিবার ও সমাজে দুর্যোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সবাই স্বাগত জানান এবং নিয়মিতভাবে এধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহবান জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST