প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৯:৩৯:০৫ প্রিন্ট সংস্করণ
ওসমানীনগর প্রতিনিধি:নাজমুল ইসলাম চৌধুরী
হিন্দু ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিগ্নে পালন করতে ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদ, মন্ডপ কমিটির নেতৃবৃন্দর সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবীন, থানার অফিসার ইনচার্য রাশেদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সাধারণ সম্পাদক শংকর সেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা এল.জি.ইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সুহেল আহমদ, আনছার ও ভি.ডিপি কর্মকর্তা আবু সাইদ, খাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জিএম নাইমুল ইসলাম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে কর্মরত সুব্রত সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সার্বজনীন ও ব্যাক্তিগত ৩৯ টি পূজা মন্ডপের দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দূর্গাৎসব নির্বিগ্নে পালনে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরশনসহ প্রতিটি মন্ডপ ‘ক্লোজড সার্কিট ক্যামেরা’ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।
Design & Developed by BD IT HOST