মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
গত (২৭জানুয়ারি) শুক্রবার বিকাল সাড়ে চারটায় হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-রাজ দাস (৪) উপজেলার বয়ড়া ইউনিয়নে দাসকান্দি গ্রামের হরিপদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পিতার ক্রয় কৃত গাছ কাঠুরিয়াদের দিয়ে গাছ কাটার সময় দুর্ঘটনাক্রমে ঘরের বারান্দার উপর কর্তনকৃত গাছটি আছড়ে পড়ে এবং ঘরের বারান্দাটি ভেঙে যায় এবং বারান্দায় বসে থাকা শিশু রাজ দাসের ওপর গাছ চাপা পড়ে এতে মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।