জামাল খান, জেলা সংবাদদাতা
ভোলার দৌলতখান উপজেলায় প্রায় ২ একর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দৌলতখান উপজেলার মিঝি বাজারের ভুক্তভোগীরা এ মানববন্ধন করেন।
ভুক্তভোগীরা জানান, ইব্রাহিম আমাদের ভাই,আমাদের চাচা,আমাদের ভাতিজা,ক্ষমতা দেখিয়ে আমাদের কাছ থেকে ২ এককর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।আজ কয়েক বছর ধরে আমাদেরকে জমি বুঝিয়ে দিবে বলে প্রতারণা করে আসছে।এক সপ্তাহ আগে মিঝি বাজারে পুলিশের উপস্থিতে রগ কেটে দিবে বলে হুমকি দিয়েছে।তার আপন ভাই সাইফুলের স্ত্রী জমি জোর করে দখল করে নেওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ,তারা আজও সেই বিচার পায়নি। সাইফুলের দুটি সন্তান রয়েছে তাদেরকেও জমি বুঝিয়ে দেয়নি এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। ইব্রাহিম সৈয়দপুর ৮ নং ওয়ার্ডের ডালি বাড়ির মৃত তৈয়ব আলি হাওলাদারের ছেলে।
এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ভয়ভীতি নানান ধরনের হুমকি মানুষের ওপর প্রভাব বিস্তার করে আসছেন।তবে মামলার প্রধান শাক্ষী নিজেই কিছু জানেন না বলে জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST