বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ। তিনি বলেন, “জননেতা শফিকুল হক মিলন শুধু বিএনপির জন্য নয়, এই অঞ্চলের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর জন্মদিনকে ঘিরে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটানো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আলহাজ্ব শেখ মোঃ মকবুল হোসেন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে আছে। মানবিক এই উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করবে। দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জনি, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য আফজাল পাটোয়ারী, জেলা যুবদল নেতা শাহিন আলী লালন, যুবনেতা রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা অসহায় মানুষের হাতে কোরআন শরীফ, সেলাই মেশিন ও হুইল চেয়ার তুলে দেন। এতে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, জন্মদিনের এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং বিএনপির সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জননেতা শফিকুল হক মিলনের জন্মদিনকে কেন্দ্র করে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST