রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭২টি পূজামণ্ডপে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং এ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
রবিবার (২৮সেপ্টেম্বর) স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পূজা উদযাপন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি জাতীয় সংস্কৃতিরও অংশ। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এ জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
আবু বকর সিদ্দিক নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা পূজামণ্ডপে যাবেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিহত করবেন। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা সুযোগ নিতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
তিনি প্রশাসনকেও পূজা উপলক্ষে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST