ঢাকাWednesday , 11 September 2024
আজকের সর্বশেষ সবখবর

আউলিয়ার হাট মাদরাসায় অভিভাবক সমাবেশ শেষে জমি উদ্ধার করলো মাদরাসা কর্তৃপক্ষ

moderator
September 11, 2024 12:53 am
Link Copied!

মেহেরুবান হাবিব (লালমনিরহাট) জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শেষে মাদরাসা কর্তৃপক্ষ জমি উদ্ধার করেছে।

গতকাল পাটগ্রাম আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হওয়ার পরপরই কর্তৃপক্ষ ও শিক্ষার্থী কর্তৃক দাবিকৃত ৭৫ শতক জমি উদ্ধারের ঘটনা ঘটে।

সভার বক্তব্যে সুপারিন্টেন্ডেন্ট আছাদুজ্জামান দাবি করে বলেন, বহুবছর ধরে প্রভাব দেখিয়ে আমাদের মাদরাসার জমি ভোগদখল করে এসেছে তারা ( কফিল উদ্দিন, গাফফার ও তার পরিবার)। একটা সময় নির্বাহী কর্মকর্তার কাছে এটি নিয়ে বসা হয়, সেখানে উল্টো ইউএনও কে বলে আপনি এসব বুঝবেন না। তারা প্রভাব আর ক্ষমতা দেখিয়ে এতদিন দখল করে আসছিল। কিন্তু আমি শিক্ষার্থী ও অভিভাবকদের আটকে রেখেছিলাম সুন্দর পরিবেশে মাদরাসার জমি উদ্ধার করবো। তারা ইচ্ছে করে সময় ক্ষেপন করে আসছিল। জানা যায়, পরবর্তীতে মতবিনিময়ের এক পর্যায়ে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকেরা একত্রে সেই জমি উদ্ধার করে। মাদরাসা কমিটির সদস্য আহম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় শেষে জমি উদ্ধারের ঘটনায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ কাজী আবুল কালাম আজাদ, সফিয়ার রহমান, আখেরুজ্জামান ডাবলু, ফরহাদ হোসেন লিটন মনিরুজ্জামান মুক্তা, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ। এবিষয়ে গাফফার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা জানান, আমরাই প্রকৃত জমির মালিক। জমির সকল কাগজপত্র আমাদের সংগ্রহে আছে। আমরা মাদরাসার কোনো জমি ভোগদখল করিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।