ঢাকাSunday , 11 February 2024

আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও শিক্ষার্থী সমাবেশ

News Editor
February 11, 2024 1:52 pm
Link Copied!

মুহাম্মদ আফজাল, জামালগঞ্জঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার (১০ই ফেব্রুয়ারি) বিকেলে আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেনের পরিচালনায় ও আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও ভীমখালী ইউপির চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বী জাহান,
সমাজসেবক, (লন্ডন প্রবাসী)
মোঃ আবু হাসনাত কয়েস,ফাউন্ডেশনের সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি- আবু লেইচ।

এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি জমসের আলী তালুকদার,
ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান হিমু, জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবউদ্দিন, আটগাঁও ফাউন্ডেশনের উপদেষ্টা ও আটগাঁও মাদ্রাসার মুহতামিম হাফিজ মনিরুজ্জামান, বৃত্তি পরিক্ষক মোশাররফ, মহিলা সদস্য মিনারা আক্তার,
ওয়ার্ড সদস্য জুয়েল মিয়া,ইউসুফ আলী,সহ সম্পাদক আলা উদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, আটগাঁও ফাউন্ডেশন বিভিন্ন সময় গরিব,অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন সহ গুনীজন সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।