• গভীর নলকূপ নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ২

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৯:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর দুর্গাপুরে গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে বুধবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামের পূর্ব পাড়ায়।

    আহতরা হলো, ওই গ্রামের হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও পুত্র রুবেল হক (২৮)।

    জানা গেছে, গভীর নলকূপ পরিচালনা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছিলো। গভীর নলকূপটি চার বছর ধরে নিজেদের দখলে রেখেছিলেন গ্রামের প্রভাবশালীরা। বুধবার সকালে কৃষক হাশেম আলী সহ গ্রামের অন্যান্য কৃষকরা গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দিতে গেলে প্রতিপক্ষ মিন্টু রহমান, মোজাম্মেল হক, সোহেল, নাদিম, ফেরদৌস, সাঈদ সহ আরও অনেকে মাঠে গিয়ে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বচসা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাশেম আলীর পুত্র রুবেল হকের উপরে হামলা চালানো হয়। এ সময় ছেলেকে মারধোর দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে যায় ফাতেমা বেগম। এ সময় হামলাকারীরা ফাতেমা বেগমকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধোর করে মাঠে ফেলে রাখে। পরে অন্যান্য কৃষকরা আহত ফাতেমা ও রুবেলকে উদ্ধার করে এবং ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ফাতেমা বেগমের ছেলে রুবেল হক।

    দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST