চরফ্যাশন (ভােলা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে সিরাতুন্নবী( সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চরফ্যাশন মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন পৌরসভার জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল হাসান এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতেরর সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাসেম। অন্যদের মাঝে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আজিজুল হক, এডভোকেট এনামুল হক রায়হান,চরফ্যাশন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ সালেহ উদ্দিন, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম লোকমান হোসেন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার প্রমুখ।