সততা আমাদের ভিত্তি প্রবাসী আমাদের শক্তি এই স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে একঝাঁক সেচ্চাসেবক তরুণের দ্বারা আটগাঁও আটগাঁও ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধা বঞ্চিত হতদরিদ্র অসহায় ৫০ টি পরিবারের মধ্যে সেহরির ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের স্থানীয় আটগাঁও লাল বাজারে সেহরির ও ইফতার বিতরণে কার্যক্রমে সঞ্চালনায় ছিলেন আটগাঁও ফাউন্ডেশনের সেচ্চাসেবক সাইফুজ্জামান হিমু।
আটগাঁও ফাউন্ডেশনের সেচ্ছাসেবক আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন,সমাজসেবক ফরিদ আহমেদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল আলম সিদ্দিকী, সমাজসেবক খালিক তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য খোকন মিয়া, আব্দুস সামাদ আফিন্দী, আফজাল হোসেন, আরিফ শাকিল রনি, আবু ইউসুফ নাঈম, আমির হামজা সোহাগ,রনি আহমেদ, সোহান নুর প্রবাসী সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মামুনুর রশীদ জসিম।
এসময় দেশ ও প্রবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন আটগাঁও মাদ্রাসার মুহতামিম হাফিজ মনিরুজ্জামান।