ঢাকাTuesday , 10 September 2024

দুর্গাপুরে ইউনিয়ন চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি

News Editor
September 10, 2024 11:21 pm
Link Copied!

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলীকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে একজন প্যানেল চেয়ারম্যানকে (নারী ইউপি সদস্য) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।

গত সোমবার(৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এমন প্রজ্ঞাপন জারির পর থেকে বিষয়টি নিয়ে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে।

অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের রেজুলেশন জালিয়াতি করে তার একটি কপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। তার প্রেক্ষিতেই গোপনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন ঝালুকা ইউনিয়ন পরিষদের সদস্য ইসানুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ তারিখে পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে মর্মে রেজুলেশন করা হয়েছে। পরবর্তীতে তা জানতে পেরে ইউপি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ওইদিন পরিষদে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি যে রেজুলেশন দেখানো হয়েছে সেটিও জালিয়াতি করে করা হয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত চিরকুট দিয়েছেন ইউপি সচিব।

ইউপি সদস্য ইসানুর রহমান বলেন, জালিয়াতির আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে ভূয়া রেজুলেশন করে নারী ইউপি সদস্য রাজেনা বিবিকে চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় ইউএনও কি ব্যবস্থা নেয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।