• Home
  • শিক্ষা
  • দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
Image

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নে ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে নানা দুর্নীতি ও জালিয়াতের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীও অভিভাবকবৃন্দ। বুধবার (২০ নভেম্বর) সকালে স্কুলের মাঠে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় তৈয়ব আলী, আব্দুল গফুর, ইউপি সদস্য মিজানুর রহমান, নাহিদুল ইসলাম পাপ্পু, আয়শা আক্তার ও সৈয়দ নাজমুল হুদা সহ অন্যান্যরা।

স্কুলের সহকারি শিক্ষক আয়শা আক্তার বলেন, বিগত আওয়ামী লীগ সরকার থাকায় আমরা কখা বলতে পারি নাই এই স্কুলের সভাপতি শুধু প্রধান শিক্ষকের পরিবার থেকেই আসে। বিগত বছরগুলোতে ওনার ভাসুর শাহজাহান মজনু ছিল এর পরে প্রধান শিক্ষকের হাজবেন্ড সভাপতি হয়ে আসছিল পর পর ৬বার। তারা দুজনে মিলে নানা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত তাই আমরা তার স্থায়ী বহিস্কার চাই।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আমাদের অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষক শিল্পি আক্তারের অনিয়ম ও দুর্নীতির বিরেুদ্ধে। একজন সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে কমপক্ষে যোগ্যতা লাগে ১২ বছর। সেখানে ওনি দুই বছর সাত মাসে প্রধান শিক্ষক হয়। দলীয় প্রভাব খাটিয়ে ওনি প্রধান শিক্ষক হয়ে যায়।

স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, আমাদের প্রধান শিক্ষক শিল্পি আক্তারের আচরন খুবই খারাপ। সে ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরন করে।

স্কুলের প্রধান শিক্ষক শিল্পি আক্তার এসব অভিযোগ অস্বিকার করে বলেন, তারা যে সমস্ত অভিযোগ করছে তার কোন সত্যতা নেই।

এবিষয়ে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর করা পিটিশনের তদন্ত কমিটির প্রধান ঘিওর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পারবতী পাল বলেন, খুব দ্রুত তদন্তের কাজ এগিয়ে যাচ্ছে । দুই একদিনের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

Releated Posts

সুযোগ পেলে আমরাও কিছু করতে পারি – প্রতিবন্ধী কাওছার আলী

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি: নওগাঁ প্রতিবন্ধী শব্দটি যেন এক বৈষম্যের প্রতিধ্বনী। শব্দের অন্তর্গত অর্থ সেই শব্দের নাম নির্দেশ…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

অভিযোগ বার্তা ডেস্কঃ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি বিরাজ করছে রাজশাহীতে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায়…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ-আফরোজা খান রিতা

অভিযোগ বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন,…

ByByFeroz Ahmedডিসে ১২, ২০২৪

সঞ্চয় সপ্তাহ-২০২৪’ এর কার্যক্রম পরিচালনার সভা অনুষ্ঠিত

অভিযোগ বার্তা ডেস্কঃ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উদ্যোগে আগামী ৮- ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি. পর্যন্ত দেশব্যাপী ‘সঞ্চয় সপ্তাহ-২০২৪ উদ্‌যাপনের…

ByByFeroz Ahmedডিসে ১২, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST