মো. নজরুল ইসলামঃমানিকগন্জ
বহুত্ববাদী সাংস্কৃতিক জাগরণ চাই”এই স্লোগান কে সামনে রেখে সিংগাইর মঞ্জুশ্রী বিদ্যা নিকেতন ও খেলাঘর আসরের আয়োজন এবং বেসরকারি সংগঠন বারসিক এর সহযোগিতায় আজ বিকেলে সিংগাইর জগদীশ মালো বাসভবনে আগমনী বাসন্তী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি জনাব মঞ্জুশ্রী মালোর সভাপতিত্ত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর আসর জেলা সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম বীর মুক্তিযোদ্ধা শাজাহান মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী, কবি সত্য নারায়ণ দাস,কবি অলোক কুমার সাহা,বাবু লক্ষ্মণ দাস,বারসিক এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাংগঠনিক সম্পাদক ডাঃ ভজন কৃষ্ণ বনিক, কোষাধ্যক্ষ অধ্যাপক সুভাষ চক্রবর্তী, অধ্যাপক সুবাষ হালদার, শিক্ষক কাজী আব্দুল খালেক প্রমুখ।
এসময়,বক্তারা বলেন আমরা একটা অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনা বাস্তবায়নের কাজকে এগিয়ে নিতে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে চাই।
আগমনী বাসন্তীর যৌবন ছড়িয়ে দিতে নতুন প্রজন্মের মাঝে সাহিত্যের চর্চা বৃদ্ধি পাক। আলোচনা শেষে শিশুদের আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।