মানিকগঞ্জ প্রতিনিধিঃ
তিন দফা দাবিতে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। বৃহস্পতিবার (২৯ মে) কর্মবিরতি কর্মসূচি উপেক্ষা করে জেলার ৬৫০টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ক্লাস নিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার সময় মানিকগঞ্জ পৌরসভার ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের পাঠদান করতে দেখা গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী ইয়াসমিন বলেন, ‘আমি আমাদের বেতন-গ্রেড উন্নীতকরণের দাবিকে পুরোপুরি সমর্থন করি। তবে শ্রেণিকক্ষ থেকেই সেই দাবি জানাচ্ছি। ১০ দিন আগে শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়ন শেষ হয়েছে। এখন আমরা পরীক্ষার খাতা মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল দিচ্ছি। এই সময় যদি ক্লাস বন্ধ রাখি, তাহলে ওদের রেজাল্ট দেওয়া সম্ভব হবে না কারণ সামনেই ঈদের ছুটি শুরু হবে। আমি বিশ্বাস করি, দায়িত্বে অবহেলা না করে আমাদের আন্দোলনের কথা বলা উচিত। এতে করে যেমন সরকারের প্রতি দায়বদ্ধতা বজায় থাকে, তেমনি শিক্ষার্থীদেরও ক্ষতি হয় না।’
হরিরামপুর উপজেলার দানিস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছা আক্তার লাবনী বলেন, ‘শিক্ষক হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের পাশে থাকা। ওরা এক দিন স্কুলে না এলে যেমন পিছিয়ে পড়ে, তেমনি আমরাও এক দিন শ্রেণিকক্ষে না এলে তাদের শেখার বড় ক্ষতি হয়। আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চলতেই পারে, তবে সেটি যেন শিক্ষার্থীদের ক্ষতির কারণ না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’
৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বিশ্বাস বলেন, ‘আমরাও চাই দাবি পূরণ হোক। তবে শিক্ষার্থীদের ক্ষতি হোক, তা আমরা চাই না। সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করতে পারি না। তাছাড়া শিক্ষার্থীদের পরীক্ষার পর তাদের রেজাল্ট দেখানো হচ্ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরাও খুব আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ জানান, ‘শিক্ষকদের প্রতি আমরা শ্রদ্ধাশীল।বৃহস্পতিবার আমাদের সমন্বয় সভা হয়েছে। সাতটি উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতারা জানিয়েছেন জেলার ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষকই কর্মবিরতিতে যাননি। তাছাড়া আমরা হঠাৎ করেই বিভিন্ন স্কুলে পরিদর্শন করেও বিদ্যালয়ে কর্মবিরতি দেখতে পাইনি।’
জাতীয় বেতন স্কেলের গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবিতে শিক্ষক সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে গত ২১ মে থেকে ২৫ মে অর্ধদিবস ও ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST