কাফি হাসান বশার, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে কচুড়িয়া খাঁ বাজার সংলগ্ন কচুড়িয়া যুব সমাজের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি (বুধবার) ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজ করা হয় । মাওঃ মামুনুর রশীদের সন্চারণায় তাফসীরুল মজলিশের সভাপতি ছিলেন– আলহাজ্ব হযরত মাওঃ শাহ-মোহাম্মাদ উল্লাহ সাহেব–পীর সাহেব রহমতপুর । প্রধান বক্তা ছিলেন–হযরত মাওঃ আব্দুল্লাহ আস সাবেরী–বড়গুনা,বরিশাল । বিশেষ বক্ত–হাফেজ মাওঃ গোলাম রাব্বানী (যশোরী হুজুর)—সিনিয়র শিক্ষক, কে,এন,আড়ুয়াডিহি মাদ্রাসা ও এতিম খানা।যুবকের গাইড লাইনে ছিলেন, মোঃ সিরাজুলহক শরীফ, বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার খাঁ ,মোঃ আবুল খায়ের শেখ,মোঃ মোশারেফ হোসেন মোল্লা, মাহফিলের ইন্তেজামী ও পরিশ্রমী যুবকের মধ্যে ছিলেন–মোঃ আব্দুল্লাহ খাঁ, মোঃ শিহাব শরীফ, আঃ জব্বার শেখ, মোঃ হানিফ শেখ সহ আরো অনেকে। শেষের, প্রধান বক্তার হাত ধরে যুবক সহ অনেকে আর নবীর সুন্নাত দাড়ি মোবারক না কাটার প্রতিশ্রুতি দেন। শত শত শ্রোতার লোনা অশ্রুতে মাহফিলের ময়দানের মাটি সিক্ত করে আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শেষ করেন মাওঃ আব্দুল্লাহ আস সাবেরী । ####### মোঃ কাফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাইল – ০১৭৬৮৩৭৪৩৯৭ তাং -২৩/০২/২০২২ ইং।