দুর্ঘটনা

মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নি হ ত

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নামে  এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭  ফেব্রুয়ারী) সকাল  সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজপাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি নাশুখালি সোস্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি  ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুত্বর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘাতক ট্রাক ও চালকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#######
মোঃ কা‌ফি হাসান বশার
মোল্লাহাট প্রতিনিধি
মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭
তাং ০৭/২/২০২৩ ইং।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST