নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের বিকালে বৃষ্টিপাত ও
বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৯ মে) বিকালে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের জলিল চৌধুরীর ছেলে মো.মজিবর চৌধুরী (৫০)নামের এক নামে এক ব্যক্তি মারা যান।
লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
উলা মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো.মজিবর চৌধুরী নামে এক ব্যক্তি মারা যান।
স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৪ টার দিকে নিহত
মো.মজিবর চৌধুরী মাঠে ধান কাটতে যান। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের
৯ নং ওয়ার্ডের মেম্বর মো. ওহিদ শেখ । তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।