
নিজস্ব প্রতিনিধিঃ
আমবাগানের মধ্যে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। মাসকলাইয়ের বীজ ডাল হিসেবে বেশ জনপ্রিয়। ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটিও তৈরি হয় মাসকলাই ডাল থেকেই। তাই মাসকলাই ডালের চাহিদা ও কদর রয়েছে বাজারে। মাসকলাই চাষে খুব বেশি পরিচর্যা বা খরচের প্রয়োজন পড়েনা। সেজন্য আমের বাগানে মাসকালাই চাষে ঝুঁকছে পত্নীতলার আম চাষিরা। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা সফলও হচ্ছে চাষিরা।
পত্নীতলা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী আমের সাথি সফল হিসাবে চলতি মৌসুমে প্রায় ১৫২৫ হেক্টর জমিতে মাসকালাই চাষ করা হয়েছে যা গত মৌসের চেয়ে প্রায় দ্বিগুন। কৃষকরা বলছে যেহেতু মাসকালাই চাষে বাড়তি তেমন কোন খরচ ও ঝামেলা নেই সেজন্য আমের সাথি সফল হিসাবে মাসকালাই চাষ করছেন তারা। এতে তারা অনেক লাভবান হচ্ছে। তাদের দেখে উৎসাহিত হয়ে অন্যরাও ঝুঁকছে মাসকালাই চাষে।
পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন জানান, আমের সাথি ফসল হিসাবে মাসকালাই চাষ করার জন্য কৃষদের উৎসাহিত করছেন এবং বীজ রোপন থেকে শুরু করে ফসল ঘরে উঠার আগ পর্যন্ত প্রতিটি এলাকায় তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST