মোঃ রাসেল রানা, জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঘরের ভেতরে খেলতে খেলতে জাহিদুল ধান ও কৃষিজাত পণ্য রাখার মাচার নিচে ঢুকলে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবুও স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা জানান, জাহিদুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল, ফলে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, প্রায় একই সময়ে উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার কামারিয়া পাড়া গ্রামে ফাতেমাতুছ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাপের কামড়ে আহত হন। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডা. জাকিয়া সুলতানা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST