
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।
জানা যায়,শনিবার শহিদ রফিক সড়কে তৃপ্তি প্লাজার সামনে মহিলা কলেজের পাশে ইব্রাহিম ম্যানশন মার্কেটের ফুচকা ও চটপটি দোকানে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেন এসময় সিনথিয়া চটপটি হাউজট মালিক রবিউল ইসলাম রিন্টু কে এবং বক্কার মিয়ার শাহী চটপটি দোকানের মালিক আবু বক্কর কে ক্যামিকেল মিশ্রিত তেঁতুল পানি দিয়ে চটপটি বিক্রির অভিযোগে টাকা জরিমানা করা হয়েছে। । এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী উক্ত চটপটি দোকানের মালিক রবিউল ইসলাম রিব্টু কে ৮ হাজার টাকা ও আবু বকর কে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বক্কার মিয়ার শাহী চটপটি দোকানে থেকে অবৈধ সাইট্রিক ক্যামিকেল মিশ্রিত তেতুল পানি জব্দ করা হয়েছে।অভিযানে সার্বিক সহযোগিতা করেন মানিকগঞ্জ পুলিশ লাইনসের সদস্যবৃন্দ।
এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST