মোল্লাহাটে অ‌টোভ্যান ও ট্রলি মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত-২

কা‌ফি হাসান বশার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায়  রাহেলা বেগম (৬৫) নামের এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাসপাতাল – বাজার সড়কে বালিবাহী ট্রলি চাপায় এ দুই ব্যক্তি নিহত হন। নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকুবর মুন্সির ছেলে। ভিকটিমের স্বজনরা জানান, ভ্যানযাত্রী রাহেলা বেগম নিজের বাড়ি থেকে তার মেয়ে জামাই বাড়ী সিঙ্গাতী যাচ্ছিলেন ভ্যানে চড়ে। দূর্ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাঁপা দেয়। এতে দূর্ঘটনা স্থলেই মৃত্যু হয় যাত্রী রাহেলা বেগমের। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ভ্যানচালক আজাহার মুন্সির। দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমমোল্লাহাটে অ‌টোভ্যান ও ট্রলি মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত-২ কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায়  রাহেলা বেগম (৬৫) নামের এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাসপাতাল – বাজার সড়কে বালিবাহী ট্রলি চাপায় এ দুই ব্যক্তি নিহত হন। নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকুবর মুন্সির ছেলে। ভিকটিমের স্বজনরা জানান, ভ্যানযাত্রী রাহেলা বেগম নিজের বাড়ি থেকে তার মেয়ে জামাই বাড়ী সিঙ্গাতী যাচ্ছিলেন ভ্যানে চড়ে। দূর্ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাঁপা দেয়। এতে দূর্ঘটনা স্থলেই মৃত্যু হয় যাত্রী রাহেলা বেগমের। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ভ্যানচালক আজাহার মুন্সির। দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম

  • নিহত-২
  • মোল্লাহাটে অ‌টোভ্যান ও ট্রলি মু‌খোমু‌খি সংঘর্ষ