
কলামিস্ট- ইকবাল আহমেদ লিটন
গত ১৫ বছরে আবাই সংগঠনের কতটা ফেষ্টুনু সফল করতে পেরেছে। না পারে নাই। কারন তাদের কোনো সাংগঠনিক দক্ষতা নেই। তা ছারা বাংলাদেশীদের জন্য কতটা করতে পেরেছে? আমাদের কে আগে সিদ্ধান্ত নিতে হবে এবার আমরা কেমন প্রেসিডেন্ট চয়েজ করবো?
কথায় আছে ক্ষমতা এমন এক জিনিস যে ব্যাক্তির উপর ভর করে সেই ব্যাক্তির রুপ ধারন করে। ব্যক্তিটি যদি ভালো হয়। তা হলে সমাজে এবং দেশকে আলো ছড়ায় আর ব্যক্তি যদি খারপ হয় ,তা হলে দেশ ও সমাজে কুলষিত ও অন্ধকারে ফেলে দিবে।
দ্বিতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা কথা আছে ক্ষুদার্থ ব্যাক্তিকে কখনো রাজনীতির উপদেশটা বানাতে নেই। কারন তারা দেশ ও সমাজকে কিছুই দিতে পারে না তারা তাদের পকেট ভরতে ব্যাস্ত থাকে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।
গত ১৫ বছরে আমরা ডাবলিনে দেখেছি আবাই ,সহ সকল অংগ সংগঠনে এর মধ্যে অনেক ধান্ধা বাজ বাটপার ও চোর ও পলট্রিবাজ ব্যাক্তিদেরকে দেখেছি। এমনও দেখেছি এক বাঙালি ভাই মৃত্যুর পর তার পরিবারের জন্য আবাই সহ সকল অংগ সংগ সংগঠনে তত্বাবধানে ডাঃ জিন্নু রাইন সহ কয়েকটা একাউন্টের মাধ্যমে ত্রিশ থেকে চল্লিশ হাজার ইউরো ফান্ট তোলে মৃত্যু ব্যাক্তি পরিবারকে দেওয়ার জন্য বাংলাদেশ কয়েকজন গিয়ে সেখানে সেই টাকা মৃত্যু ব্যাক্তি পরিবারকে না দিয়ে কয়েজনের নিজেদের নামে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলে টাকা জমা রেখেছে। এমনকি গত নির্বাচনের সময় আমি ব্যাক্তিগত ভাবে আবাইএর সাবেক প্রেসিডেন্ট ডাক্তার জিন্নুরাইন সাহেবকে এই টাকার ব্যাপারে প্রশ্ন করলে তিনি সঠিক উত্তর না দিতে পেরে শুধু সান্তানা দেওয়ার জন্য বলেছিল মার্চে তিন বছর পুরো হবে তখন টাকা উঠিয়ে মৃত্যু বাঙালি ভাইয়ের পরিবারকে দেওয়া হবে। দুঃখ হলে ও সত্য আজ পর্যন্ত তা জনসমক্ষে এসে প্রেস ভিপিং করে জনগনকে আজও জানানো হয় নাই। তা ছারা আরো দেখেছি আবাই ধ্বংস করার জন্য পাল্টা পাল্টি কমেটি করে আবাইকে অচল করার জন্য আমরা অনেক বড় বড় আবাল বুদাল দেখেছি । ক্ষমতার জন্য ,আজ সেই ক্ষমতার লোভে আজ আবাইর নির্বাচনের উঠে পরে লেগেছে এরাই যদি আবার ক্ষমতার মসনদে বসে তখন আবাই আর আবাই থাকবে না।
বাংলাদেশী ভাই বোনদের কাছে প্রশ্ন-
আর একটি কথা আপনিরা সবাই আবেগের বশীভূত হইয়া আঞ্চলিক না দেখে যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করবেন। শিক্ষা ,সততা ,নৈতিকতা,ও দক্ষতা দেখে ভোট দিবেন। আয়ারল্যান্ড সকল বাংলাদেশী ভাইদের প্রতি আহবান রইল। আপনিরা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।
আমার লেখায় যদি কারো মনে কষ্ট লাগে সেই জন্য আমি দূঃখিত। আবার দেখা হবে দ্বিতীয় পর্বে কেন আমি বাটপার ,চোর ও ধান্ধাবাজ লেখেছি তার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।
লেখক- ইকবাল আহমেদ লিটন-
উপদেষ্টা সম্পাদক,দৈনিক অভিযোগ বার্তা
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST