আমিনপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত স্বামী পলাতক।
মীর শাহাদাৎ হোসাইন,পাবনা প্রতিনিধিঃ
পাবনা আমিনপুর থানাধীন বসন্তপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। ২১শে ডিসেম্বর সোমবার গভীর রাতে আমিনপুর থানার বসন্তপুর গ্রামে এঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ওসি তদন্ত এমরান মাহমুদ তুহিন, এস আই রনি সাহা, এস আই মাহমুদসহ সঙ্গীয়ফোর্স।
পরে অভিযুক্ত স্বামী ইলিয়াসের বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ গিয়ে স্ত্রী আমেনার লাশ উদ্ধার করেন। এসময় অভিযুক্ত স্বামীসহ ওই বাড়ির কাউকেই পাওয়া যায়নি। নিহত আমেনা এক সন্তানের জননী।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, আপাতত তেমন কোন কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। উক্ত ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের পর চাঞ্চল্যকর কোন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিহত আমেনার মা সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকেই আমার মেয়ে তার শশুরবাড়ীতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার। তারই ধারাবাহিকতায় গত সোমবারে আমার মেয়েকে তার স্বামী বেধড়ক মারধোর করে। একপর্যায়ে আমার মেয়ে মারা গেলে তাকে পরিকল্পিতভাবে তার স্বামী গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। আমি আমার মেয়ে হত্যার উপযুক্ত বিচার চাই।