শিক্ষা

উচ্চ মাধ্যমিকে পাসে দেশসেরা কুমিল্লা শিক্ষা বোর্ড

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:১৮:৪৩ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রকাশিত ফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম স্থানে আছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০.৭২ শতাংশ। এ বোর্ডে মেয়েদের শতকরা পাশের হার ৯১দশমিক ৩৯ শতাংশ। ছেলেদের শতকরা পাশের হার ৮১দশমিক ৮৪ শতাংশ। এছাড়া ছয় জেলার ৪০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ৭৭ হাজার ৯০৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন। (জিপিএ-৫) গত ৫ বছরে সর্বোচ্চ ফলাফল। মেয়ে শিক্ষার্থীরা জিপিএ- ৫ পেয়েছে ৯ হাজার ৩০৭ জন।ছেলে শিক্ষার্থীরা ৫ হাজার ৬৮৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের বলেন, ‘এ ফলাফলে সন্তুষ্ট আমি। পুরো বোর্ডের সব কলেজের ফল ভালো হয়েছে।এছাড়া শত ভাগ পাশ করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST