প্রতিনিধি ৬ মে ২০২৩ , ১:৪৫:২৫ প্রিন্ট সংস্করণ
আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি মাসুদ হিলালী ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক ২ বারের কাউন্সিলর ভারপ্রাপ্ত মেয়র জামাল আবু নাসের হিলালী মিন্টু’র ভাতিজা,মরহুম বীরমুক্তিযোদ্ধা আগা হিলালীর বড় ছেলে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ ও আম্পায়ার রুবেল হিলালী ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার ভোর ৪ টায় তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার বাদ জুম্মা শহীদি মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।পরে বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Design & Developed by BD IT HOST