Image

কোটচাঁদপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত চাষী

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর মাঠে মাঠে। নতুন ফসল ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছে। কোটচাঁদপুরের বিস্তৃত ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। চারিদিকে নতুন আমন ধানের ঘ্রাণ। শীতের সকালে কুয়াশা ঘেরা শিশির ভেজা রোদে চিক চিক করছে ধানের গাছগুলি। বলুহর প্রজেক্ট মাঠ, এ মাঠে গিয়ে দেখা গেল একদল কৃষক ধান কাটার কাজে ব্যস্ত (ছবদুল সরদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নাজের আলী, মোঃ কবির হোসেন, মোঃ মহিদুল ইসলাম ও ঝন্টু) এরা সবাই ধান কাটার কাজে মগ্ন, কে কার আগে যায় এ নিয়ে চলছে পাল্লা। কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলে এরা এ প্রতিবেদককে বলেন, এবার ধান রোপণে প্রথম দিকে পানির সংকট থাকলেও শেষের দিকে বৃষ্টির পানি বেশি হওয়ায় ধান ভালো হয়েছে কিন্তু ফলন বেশি ভালো হচ্ছে না। তবে নিচু অঞ্চলের ধানের জমিগুলোতে এখনো পানি শুকায়নি ফলে সেসব জমিতে ধান কাটতে অসুবিধায় পড়তে হচ্ছে। কৃষকরা আরো বলেন, নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়া এ যেন এক অন্যরকম উৎসব। এক সময় নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহ

রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়- স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়াতেন তারা। এখন সেইসব স্বজন প্রীতি আর দেখা যায় না। উপজেলার তালসার গ্রামের ধান চাষী মোতালেব হোসেন, জাইদুল ইসলাম ও উপজেলার বলুহর গ্রামের চাষি গোলাম মোস্তফা বলেন, গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘাতে ধান উৎপাদন করতে খরচ পড়েছে ১০-১২ হাজার টাকা। এ ফসল কাটার পর অন্য ফসল উৎপাদনে বাড়তি তেমন খরচ হয় না। আবহাওয়া ভালো থাকায় এখন ভালোভাবে ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান বলেন, উপজেলার পৌরসভা সহ পাঁচটি ইউনিয়নে আমন মৌসুমে ৬ হাজার ১৮৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা ইতিমধ্যে এ ধান কাটতে শুরু করেছে। প্রায় ২২ ভাগ ধান গুছানো সম্পন্ন হয়েছে বাকি খান কিছু দিনের মধ্যেই কাটা এবং গোছানো শেষ হবে। আবহাওয়া আনুকূলে থাকলেও উপজেলায় আমন ধানের ফলন আশানুরূপ ফলছে না। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বেশি জমিতে আমনের আবাদ হয়েছে কিন্তু ফলনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নাজমুস সাকিব শাহীন

Releated Posts

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল, তার ভাই…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

সুযোগ পেলে আমরাও কিছু করতে পারি – প্রতিবন্ধী কাওছার আলী

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি: নওগাঁ প্রতিবন্ধী শব্দটি যেন এক বৈষম্যের প্রতিধ্বনী। শব্দের অন্তর্গত অর্থ সেই শব্দের নাম নির্দেশ…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

অভিযোগ বার্তা ডেস্কঃ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি বিরাজ করছে রাজশাহীতে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায়…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ-আফরোজা খান রিতা

অভিযোগ বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন,…

ByByFeroz Ahmedডিসে ১২, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST