ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত এক যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) সকালে কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার পিলারের কাছে অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ভোর রাতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। জিআরপি পুলিশ এসে তার লাশ উদ্ধার করেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST