জামাল খান জেলা প্রতিনিধি:
ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ মিরাজ হাওলাদার (৩৫) নামে ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
ইলিশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ গোলাম মোস্তফা জানান,ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে,রবিবার (২৮ মে) দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ গোলাম মোস্তফা,এএসআই সুজন মাঝি, এ এসআই মাইনুল হাচানসহ পুলিশ একটি টিম ইলিশা ফেরিঘাটে অভিযান করে ৯৫০ পিচ ইয়াবাসহ মোঃ মিরাজ হাওলাদার( ৩৫) নামে ১ মাদক ব্যবসায়িকে আটক করেছেন।
আটককৃত মোঃ মিরাজ হাওলাদার
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার আবদুল কাদের এর ছেলে।
ইলিশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ গোলাম মোস্তফা বলেন, মাদক ব্যবসায়ি মোঃ মিরাজ হাওলাদার এর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।