• দুর্গাপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার -২

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৭:৫৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের শাহাজাহানের ছেলে সাকিল আহমেদ (৩৫) ও উপজেলার ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সমসের আলীর ছেলে আলাউদ্দিন (৪০)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে পরোয়ানা ভুক্ত আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি আলাউদ্দীনকে উপজেলার কালুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

    দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সাজাপ্রাপ্ত-সিআর মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST