নারী মানে কি?  - দৈনিক অভিযোগ বার্তা
admin
২৩ মে ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী মানে কি? 

লেখকঃ ইকবাল আহাম্মদ লিটন 

নারী মানেই ভালোবাসার বিলাসী! তাঁরা কাউকে আই লাভ ইউ বলার আগ পর্যন্ত মনে করে ভালোবাসা সতেজ আছে। কাউকে আই লাভ ইউ বলা মাত্রই তাঁরা ধারনা করে নেয় ভালোবাসা বুজি ঝুকির মধ্যে পড়ে গেল।নারীরা বিয়ের পর তাঁরা আরো বেশি আতঙ্কে থাকে। এই বুজি ভালোবাসা হারিয়ে গেল।তাই নিয়মতি আই লাভ ইউ থেরাপি দিতে ভুলবেন।

নারীদের মন জয় করার জন্য আছে কিছু সহজ কৌশল। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার পছন্দের নারীর মন জয় করবেন-

 

১। ভালোবাসার প্রথম শর্তই হল সততা, আপনার প্রিয় মানুষটির নিকট সব সময় সৎ থাকুন। কোন কিছুই তার কাছে গোপন করার চেষ্টা করবেন না।

 

২। প্রিয় মানুষটিকে তার দূর্বলতায় আঘাত করা যাবনা।

 

৩। আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী। সব ধরনের মেয়ারা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মবিশ্বাসী ছেলেদের বেশী পছন্দ করে। প্রিয়তমার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখুন।

 

৪। প্রিয়তমাকে নিজের ধনসম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে। সকল নারীরাই তার প্রিয়জনের নিকট থেকে ভালোবাসা পেতে চায়। মেয়েরা চায় তার প্রিয় মানুষটি তার প্রতি খেয়াল রাখুক তার প্রতি যতœবান হোক। সব কিছুর উর্ধ্বে দেখুক তাকে।

 

৫। মেয়েরা রসিক ছেলেদের বেশি পছন্দ করে। সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে যেসব ছেলেরা তামাশা করতে পারে সেইসব ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে।

 

৬। মেয়েরা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করে। মেয়েরাও চায় তার প্রিয় মানুষটি সব সময় ফিটফাট থাকুক।

 

৭। প্রিয়তমাকে প্রশ্ন করার মত সুযোগ দিতে হবে। খেয়াল রাখতে হবে সে কি জানতে চায়।

 

৮। নিজের পারিবারিক ব্যাপারে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে নারীরা নিজেদের অনেকটা নিরাপত মনে করে।

 

৯। আপনার জীবনে যদি পূ্র্রে কোন প্রেম থেকে থাকে তা প্রিয়তমাকে বলতে যাবেন না যদি সে কখোনো জানতে না চায়। প্রিয়তমা জানতে চাইলে তবেই বলা যেতে পারে।

 

১০। কথার ছলে গল্প বলা মেয়েরা খুব ভালোবাসে। প্রিয় মানুষটির গল্পে-স্বল্পে বিরক্ত হবেন কিন্তু। তাহলে আপনার প্রিয়তমা কিন্তু আপনার উপর রেগে যাবে।

 

১১। প্রিয়তমার সাথে কথা বলার সময় তার শরীরের দিক না তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে আবেগের সহিত কথা বলুন। এতে মেয়েরা খুবই খুশি হয়।

 

১২। আপনার মনে বেদনার ঝড় বইতে পারে, তার জন্য বিষয়টি সবাইকে বলে বেড়াবেন তা নয়। প্রিয়তমাকেও আপনার দুঃখ-কষ্ট বুঝতে না দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন।

 

১৩। একটা কথা আছে না, দেখলে মায়া, না দেখলে ছাড়া, কাছে থাকলে পোড়ে মন দূরে গেলে ঠনঠন। তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন। তাকে ঘনঘন সময় দিতে পারলে ভালো হয়।

 

১৪। প্রিয়তমার পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখুন। তার ভালো লাগার প্রতি গুরুত্ব দিন এবং মন্দ লাগার বিষয়গুলোও মাথায় রাখুন।

 

১৫। প্রিয়তরার সাথে অন্যকোন নারীর তুলনা করা যাবে না। এটি মেয়েরা মোটেও পছন্দ করেন না।

 

১৬। অনেকেই ভাবেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না! কথাটি মোটেও ঠিক না। আগে বন্ধুত্ব অতঃপর প্রেম।

 

১৭। প্রেমিকার বিশ্বাসে কখোনো আঘাত করবেন না। প্রিয়তমার চিন্তা চেতনাকে সম্মান করুন।

 

১৮। প্রেমিকার শরীরের মোহে না পরে তার মনের গুরুত্ব দিন। শরীর বৃত্তিয় ভালোবাসা বেশিদিন টিকে থাকে না। মন থেকে ভালোবাসুন। তাহলে দেখবেন একসময় অনায়াসেই তার শরীর মন দু’টোই পেয়ে যাবেন।

 

১৯। নারীরা প্রকৃতিগত ভাবেই কোমল। তাই প্রিয়তমার সাথে কথা বলার সময় কখনো কঠোর হবেন না। নরম সুরে নারীর সাথে কথা বলুন।

 

২০। নারীরা খুব আবেগ প্রবণ। তারা সবসময় পরিবার-পরিজন নিয়ে থাকতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন। ঘনঘন খোজ খবর নিন।

 

লেখক পরিচিতঃ

ইকবাল আহমেদ লিটন সাবেক ছাএলীগ নেতা ও সদস্য সচিব আয়ারল্যান্ড আওয়ামী লীগ এবং প্রধান উপদেষ্টা সম্পাদক দৈনিক অভিযোগ বার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আমি অক্ষম, ভাস্করকে সুখ দিতে পারিনি-ইন্দ্রাণী হালদার

সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

প্রতীক তালিকায় “শাপলা” যুক্ত হচ্ছে না,থাকবে “নৌকা “

ধামইরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আইনের নিয়ম কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজের নিয়মে অফিস করেন কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা

মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ শিশুকন্যা ধর্ষণের অপরাধে বাবার মৃত্যুদণ্ড

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১০

মানিকগঞ্জ বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

১১

পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১২

৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, সেই যুবদল নেতাও বহিষ্কার

১৩

জিপিএ-৫ না পেয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

১৪

ময়মনসিংহে মৃত্তিকার কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করলেন মহাপরিচালক

১৫

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, আগস্টে কার্যকর

১৬

উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা আটকা যানজটে

১৭

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী-সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী নাহিদ।

১৮

বহিষ্কৃত সেই যুবদল নেতাকে খুলনায় বাড়ির সামনে গুলি ও কুপিয়ে হত্যা

১৯

পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

২০

Design & Developed by BD IT HOST