প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ১১:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুরে এক অসহায় পরিবারের জায়গা জমি দখল ও নিজের জায়গার উপর বাড়ি নির্মাণ কাজে বাধা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাদেক আলীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, উপজেলার গোপালপুর মৃধাপাড়া গ্রামের সাদেক আলী মন্ডলের ২৬ শতাংশ জমির মধ্যে ১৩ শতাংশ জমিতে তার এক ছেলে আকবর ও নাতি মেহেদী হাসান বাড়ি নির্মাণ কাজ শুরু করে। কিন্তু ওই একই জমির পাশ দিয়ে পায়ে হেঁটে যাবার রাস্তা থাকার পরেও, আরো প্রশস্ত রাস্তা দাবি করে ইদ্রিস আলী, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, শাহিনুর রহমানরা। প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারা। এমনকি বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন তারা। এছাড়াও মামলা দিয়ে হয়রানি করছেন।
এ বিষয়ে জমির মালিক সাদেক আলী মন্ডল তিনি বলেন, এখানে আমার মোট ছাব্বিশ শতাংশ জমি কিন্তু আমি মাত্র ১৩ শতাংশ জমি দখল নিয়ে আছি আরো ১৩ শতাংশ জমি ওরা দখল করে খায়। যে জমিটা আমাদের দখলে আছে, সেখানে আমার এক ছেলে বাড়ি নির্মাণ করছে অথচ মহির উদ্দিন শাহ এবং বাহার উদ্দিন শাহ এদের ছেলে সন্তানরা রাস্তা নেবার নাম করে বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছে।
এ বিষয়ে বাড়ি নির্মাণ কারী আকবর আলী ও তার ছেলে মেহেদী হাসান বলেন, আমার বাপ দাদার সম্পত্তিতে আমি বাড়ি করছি অথচ উজ্জ্বল, জাহাঙ্গীর, রাশেদুল, শফিকুল তারা আমার বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছে। এমনকি আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেছে উজ্জ্বল। এখন তারা রাস্তা নেবার নাম করে আমাদের উপর নানান রকম জুলুম-নিপীড়ন চালাচ্ছেন।
এ বিষয়ে আরো দুজন প্রতিবেশীর সাথে কথা হলে তারা বলেন, মূলত ইদ্রিস আলীরা তাদের বাড়ি থেকে দুই দিক দিয়ে প্রধান রাস্তায় বের হতে পারে। এর আগে যেখানে বাড়ির কাজ শুরু করেছে সেই জমির মাঝখান দিয়েও ওরা সাধারণত চলাচল করতো। অন্য দিক দিয়ে ও চলাচল করত অথচ এই মুহূর্তে তাদের পুরো ১৩ শতাংশ জমি মানুষের রাস্তার জন্য ছেড়ে দেওয়া সম্ভব নয়। সেজন্য জমির এক পাশ দিয়ে পায়ে চলাচলের জন্য রাস্তা আছে। এছাড়াও ওরা ইচ্ছে করলে অন্য আরেকটি রাস্তা দিয়ে খুব সহজে চলাচল করতে পারে।
রাস্তা নেবার নাম করে মামলাকারি উজ্জ্বল হোসেন তিনি বলেন, চারিদিকে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে ওরা বাড়ি নির্মাণ করছে। তবে ওই জায়গাটি ওদের। আর আমি এ বিষয়ে কোন কথা বলতে চাচ্ছি না।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তিনি বলেন, আমরা কখনো তার বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে যায়নি। তাদের জমি আমাদের দরকার নেই। তবে যেখানে বাড়ি করছে তার পাশ দিয়ে একটা রাস্তা রাখলে ভালো হয়। এছাড়াও মামলা দিয়ে হয়রানি করার বিষয়টি অস্বীকার করেন জাহাঙ্গীর আলম।
১ নং নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের কেউই আমার কাছে লিখিত কোন অভিযোগ জানায়নি। আমি লোকমুখে শুনেছি ওখানে রাস্তা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। বিস্তারিত আমি জানিনা।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল করিম বলেন, এ বিষয় নিয়ে কোন কিছু জানা নেই আমার।
Design & Developed by BD IT HOST