পাবনা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন এর পাবনায় আগমন উপলক্ষে আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগানে বিশাল আনন্দ মিছিল করেছে আমিনপুর থানা ছাত্রলীগ। আমিনপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমেদ তারেকের নেতৃত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ আব্দুল্লাহ, আমিনপুর থানা ছাত্রলীগ নেতা মোল্লা আরমান সহ ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী বৃন্দ।