দুর্ঘটনা

লরিট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩০:০১ প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন বিজয়নগরে লরিট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।
ঘটনাটি ২৯/৯/২৪ ইং রোজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলাস্থ বুধন্তী এলাকায় ঘটে। নিহত রফিকুল ইসলাম (২৩) ঢাকা মহাখালী এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম নিজেই এ প্রাইভেটকারের মালিক এবং চালক ছিলেন। সে ঢাকা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছিলেন। ফিরে যাওয়ার সময় লরির সাথে মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার (ওসি) কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST