মোহাম্মদ আলী, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন এর পশ্চিম ঢাকিজুরী গ্রামের ও গাজীপুরে কর্মরত শিক্ষা কর্মকর্তা মাসুদ নামের এক ব্যক্তি বন্ধের দিনে দিনদুপুরে ৫-৬ টি সরকারি গাছ কেটে বিক্রি করছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে,এলজিআরডি রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি করেছে,গাছের বাজারজাত মূল্য -১২০০০ থেকে ১৫০০০ টাকা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মাসুদ।এ বিষয় নিয়ে সাংবাদিকরা গাছ বিক্রেতা মাসুদকে জিজ্ঞাসা করলে,
তিনি বিষয়টি অস্বীকার করেন, তিনি বলেন আমি আমার ব্যক্তিগত গাছ বিক্রি করেছি।বিষয়টি নিয়ে শিবালয় উপজেলার সহকারী ভূমি( কমিশনার) কর্মকর্তাকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান,মাসুদ আমাদের কোন ধরনের অনুমতি না নিয়েই বন্ধের দিনে দিনদুপুর চুরি করে সরকারি গাছ কেটে বিক্রি করেছে,বিষয়টি খতিয়ে দেখে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।