অন্যান্য

হরিরামপুর লেছড়াগঞ্জের সরকারি ইজরা কৃত বালু মহলের হতে বালু উত্তলনের উদ্বোধন অনুষ্ঠিত।

  প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৯:১৪:২৯ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। অদ্য ২ ঘটিকায় হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের, ইউনিয়ন পরিষদের সামনে সরকারি ইজারা কৃত বালু মহল(লেছড়াগন্জ বালু মহল)হতে বালু উত্তোলন এর উদ্বোধন বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী,উপজেলা কৃষক লীগ আহ্বায়ক শহীদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু দত্ত ।

উল্লেখ্য, হরিরামপুর উপজেলার লেছড়াগন্জ বালু মহল বালির পরিমাণ: ২, ৩৯,৪৮,০৬৫.৩৮ ঘনফুট সম্ভাব্য: ইহার ইজারামূল্য ২,৫৮,৬৩,৯১১ টাকা।সূত্রে জানা গেছে, মেসার্স দেওয়ান কর্পোরেশন উক্ত দরপত্র দাখিল করেন এবং বালু মহল (০৪কোটি ০৩ লাখ টাকা ভ্যাট সহ ০৫ কোটি ০১ লাখ ৭৫ হাজার টাকা) জারা পায়। দাখিলকারি কারী ব্যক্তির স্থায়ী ঠিকানা দেওয়ান আলমগীর হোসেন পিতা: দেওয়ান আরশেদ আলী সাং: বহলাতলী ডাকঘর: পূর্ব খলিলপুর থানা: হরিরামপুর জেলা: মানিকগঞ্জ।এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার মোঃ বাদল খান এবং লেছরা গঞ্জ ভূমি অফিস সহকারী মোঃ শহিদুল ইসলাম উক্ত লেছড়া গঞ্জ মহল এরিয়া/ সিমানা বুঝায়ে দেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST