
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি রয়েছেন এক অজ্ঞাতপরিচয় নারী। তাকে কেউ একজন হাসপাতালে ভর্তি করিয়ে রেখে গেলেও এখনো তার পরিচয় জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বর্তমানে ওয়ার্ড নং ৫২৮, বেড নং ২৬-এ চিকিৎসাধীন আছেন। অচেতন অবস্থায় থাকলেও কিছুটা জ্ঞান ফেরার পর তিনি শুধু বলেছেন, তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তবে তিনি নিজের নাম বা সঠিক ঠিকানা বলতে পারেননি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি দুর্বল। তাই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি।
যদি টাঙ্গাইলের কেউ এই নারীকে চিনে থাকেন, অনুগ্রহ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং ৫২৮, বেড ২৬-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST