• এসএসসি/১২ এইচএসসি/১৪ ব্যাচ বাংলাদেশ গ্রুপ ময়মনসিংহ বিভাগের অভিষেক সম্পন্ন

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৭:২৩:১৩ প্রিন্ট সংস্করণ

    তাং ০৭ জানুয়ারী ২০২৩ খ্রী.

     

    বন্ধুত্বের সুতো বাঁধিব সাম্য” এই শ্লোগান কে বুকে ধারণ করে

    ময়মনসিংহ শহরস্থ ধানসিড়ি রেস্টুরেন্টে শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে এসএসসি/১২ ও এইচএসসি/১৪ ব্যাচ এর

    বাংলাদেশ গ্রুপ ময়মনসিংহ (বিভাগীয়) বন্ধু অভিষেক উপলক্ষে বন্ধু সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

     

    উক্ত অভিষেক অনুষ্ঠানে

    সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সোহেল রানা শান্ত।

     

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটি’র যুগ্ম- আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার।

     

    এ সময় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ১২/ ১৪ ব্যাচের প্রাক্তন ছাত্র- ছাত্রীরাও অংশগ্রহন করেন।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST