প্রতিনিধি ২ জুন ২০২৩ , ১২:২৩:২৫ প্রিন্ট সংস্করণ
সাইদ সরকার বাবুল -বিশেষ প্রতিনিধি দৈনিক অভিযোগ বার্তা —তারিখ –০২-০৬-২০২৩
ক্লাব ফুটবল ইতিহাসের সেরা দল স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাব,এই ক্লাবে খেলে কত খেলোয়াড় সুনাম অর্জন করেছে তার হিসেব নেই, রিয়াল মাদ্রিদ ক্লাবে ফুটবল খেলে ভ্যালন ডি আর জয় করা খেলোয়াড় ফান্সের করিম বেনজা রিয়ালের নিজের খেলোয়াড় হিসেবে দীর্ঘ দিন রিয়াল মাদ্রিদ ক্লাব কে সুনাম ও সাফল্য এনে দিয়েছে, আজ সেই করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে বছরে ১৩৩৫ কোটি টাকার বিনিময়ে চলে যাচ্ছেন, সৌদি আরবের ক্লাবে খেললে বিশ্ব কাপের দুত হিসাবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। করিম বেনজামার ৩০ শে জুন ২০২৩ রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লক্ষ লক্ষ সাপোর্টারদের কাঁদিয়ে রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিবেন।শুভকামনা রইল মুসলমানদের প্রতিনিধিত্ব করা করিম বেনজামার জন্য।
Design & Developed by BD IT HOST