• কুমারখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

    মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডের সিঙ্গার শোরুম এর সন্মুখস্থ স্থানে বিআরটিসি বাস চাপায় আনোয়ার হোসেন (৩০) নামের এক চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছে।
    আহত আনোয়ার হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আবুল হোসেনের ছেলে।
    জানা গেছে, কুমারখালী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া অভিমুখী বিআরটিসি বাস থেকে চলন্ত অবস্থায় চানাচুর বিক্রেতা নামতে গিয়ে পা পিছলে পিছনের চাকায় পিষ্ট হন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
    এবিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাঈদ সাকিব জানান, দুই উরু বাসের চাকায় পিষ্ট হয়ে যাওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন হোসাইন জানান, বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST