তা:৩১’১২’২০২২ ইং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর,পরিচালন ও সংরক্ষণ সার্কেল বিউবো,জামালপুর ও নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)জামালপুর এর যৌথ উদ্যোগে গনশুনানি গ্রাহক সমাবেশ কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ উৎপল কুমার সাহা, আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আলআমিন হোসাইন, জাহাঙ্গীর আলম, খন্দকার হানিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অনুজ চন্দ্র, অমিত সাহা, মো: রুবেল হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মো: মন্জুরুল ইসলাম সবুজ। প্রধান উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জামালপুর জেলা , আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুরের সকল কর্মচারীবৃন্দ। এবং এ সময় উপস্থিত ছিলেন সন্মানিত গ্রাহক, এ সময় গ্রাহক দের কি সমস্যাবলী গুলো গ্রাহক বললে, বজ্রাপুর ফিডার এর গ্রাহক মো: জীবন রহমান, এবং শিমুল মিয়া বললেন জামালপুর বিদ্যু অফিস এর গ্রাহক সেবা অনেক ভালো এবং তারা আরো বললেন প্রি পেমেন্ট মিটার ববহ্যার করে আমরা অনেক ভালো আছি, এখন আর কোন ভুতুড়ে বিল আসে না। এই কর্মসূচি তে আরো ২০/২৫ জন্য গ্রাহক উপস্থিত ছিলেন নিবার্হী প্রকৌশলী বললেন যাতে কোন কোন গ্রাহক গ্রাহক সেবা নিতে এসে কোন প্রকার হয়রানির শিকার না হয়, এবং তিনি আরো বলেন প্রি পেমেন্ট মিটার এর ব্যাটারি লাগাতে কোন প্রকার গ্রাহক হয়রানি বা আর্থিক লেনদেন হলে, বা লেনদেনের কোন তথ্য পেলে তাহার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হইবে। তিনি আরো বললেন বকেয়া আদায় করতে সবাই কে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে।