• Home
  • কৃষি বার্তা
  • দুর্গাপুরে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা
Image

দুর্গাপুরে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা

রাজু আহমেদ, রাজশাহী : প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে। শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার গাছিরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খেজুর গাছ থেকে গাছিদের রস সংগ্রহ করতে দেখা গেছে। নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে মেলে মনমাতানো খেজুরের রস। এই রস সংগ্রহের জন্য ইতোমধ্যেই অধিকাংশ গাছ তৈরি করা হয়েছে। অনেক গাছ থেকে শুরু হয়েছে রস সংগ্রহও। ইতোমধ্যে এ বিষয়কে কেন্দ্র করে গ্রামাঞ্চলগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ।

কৃষি অফিস সূত্রে জানা যায় , উপজেলায় ৭৫ হেক্টর জমিতে খেজুর গাছের সংখ্যা প্রায় ১২ হাজার। এই শীত মৌসুমে সংগৃহীত খেজুরের রস থেকে ১২ মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এর ফলে চাঙা হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতি।

দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের গাছি শরিফুল ইসলাম বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি তিন মাস আমরা গাছ থেকে রস সংগ্রহ করি। একেকজন গাছি প্রতিদিন ৩০ থেকে ৩৫টি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। গাছ পরিচর্যা এবং রস সংগ্রহের জন্য গাছের মালিক আমাদের প্রতিদিন ৩০০ টাকা পারিশ্রমিক দেন।

দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকার চাষি আলেফ হোসেন বলেন, আমার প্রায় শতাধিক খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক গাছ প্রস্তুত করে রস সংগ্রহ শুরু করা হয়েছে। বাকি গাছগুলোও ইতোমধ্যে প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। সেগুলোতেও দ্রুত সময়ের মধ্যেই রস সংগ্রহ শুরু করা হবে।

দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের গাছি শরিফুল ইসলাম বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি তিন মাস আমরা গাছ থেকে রস সংগ্রহ করি। একেকজন গাছি প্রতিদিন ৩০ থেকে ৩৫টি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। গাছ পরিচর্যা এবং রস সংগ্রহের জন্য গাছের মালিক আমাদের প্রতিদিন ৩০০ টাকা পারিশ্রমিক দেন।

দুর্গাপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফরিদ হোসাইন জানান, দুর্গাপুরে প্রায় ১২ হাজার খেজুর গাছ। এর মধ্যে ঝালুকা ইউনিয়নে সবচেয়ে বেশি রয়েছে খেজুরগাছব।১ টি গাছ থেকে ৭-৮ কেজি গুড় উৎপাদন হয়। আর এই শীত মৌসুমে এসব গাছ থেকে ১০ মেক্ট্রিকটন গুড় উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। শীত মৌসুমে খেজুরের গুড়কে কেন্দ্র করে এ অঞ্চলের গাছিদের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।

Releated Posts

সুযোগ পেলে আমরাও কিছু করতে পারি – প্রতিবন্ধী কাওছার আলী

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি: নওগাঁ প্রতিবন্ধী শব্দটি যেন এক বৈষম্যের প্রতিধ্বনী। শব্দের অন্তর্গত অর্থ সেই শব্দের নাম নির্দেশ…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

অভিযোগ বার্তা ডেস্কঃ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি বিরাজ করছে রাজশাহীতে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায়…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

সাংবাদিক জুয়েল মন্ডলের পিতার ইন্তেকাল

রাজশাহী ব্যুরো : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক অভিযোগ বার্তার(অনলাইন পোর্টাল) রাজশাহী প্রতিনিধি এ…

ByByNews Editorডিসে ১১, ২০২৪

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল

নিজের প্রতিনিধিঃ পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম ( দৈনিক…

ByByFeroz Ahmedডিসে ৬, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST